পয়গম্বর বিতর্কের জেরে অশান্ত রাজ্য । গত চার-পাঁচ দিন ধরে জায়গায় জায়গায় বিক্ষোভ, অবরোধ । ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন । রাজ্যের একপ্রান্তে যখন এক অশান্ত ছবি দেখছে মানুষ, তখন সম্প্রীতির এক অন্যরকম বার্তা দিলেন বাগুইআটির এক দুর্গাপুজোর উদ্যোক্তারা ।
বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই ক্লাব । এখানে রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি । এদিন, খুঁটিপুজোর আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা । প্রত্যেকবছরই পুজোর মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দিয়ে থাকেন ক্লাবের উদ্যোক্তারা । এবার তাঁদের বার্তা, সবাই এক, সবাই অভিন্ন । হিন্দু-মুসলিম নির্বিশেষে একসঙ্গে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে চান উদ্যোক্তারা ।
আগে ইদের সময়ও পাড়ার দুই সম্প্রদায়ের বাসিন্দারা মিলেমিশেই উত্সবে সামিল হয়েছিলেন । দুর্গাপুজোতেও সেই সৌহার্দ্যের ছবি দেখা যাবে । তাঁদের কথায়, তাঁরা সবাই এক । তাই সবাই একসঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হবেন ।