বহরমপুরের একটি পুকুর থেকে উদ্ধার হল নরকঙ্কাল। মঙ্গলবার পুকুরটি পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক। তাঁরাই সেখানে প্রথম নরকঙ্কালটি দেখতে পেয়ে এলাকাবাসীদের খবর দেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। সৈদাবাদ ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত করছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মাস খানেক আগে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবককে চোর সন্দেহে ধাওয়া করলে সেই যুবক ওই পুকুর পাড়ে গা-ঢাকা দিয়েছিল। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনও কারণ বশত সেই যুবকের সেখানেই মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা।
খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজ যুবকের পরিজনরা সেখানে হাজির হয়েছিলেন। তাঁদের বক্তব্য, নিখোঁজ যুবক মুর্শিদাবাদে নবগ্রাম থানার পলসন্ডা সংলগ্ন এলাকার বাসিন্দা। মাস খানেক আগে বহরমপুরের সৈদাবাদে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
Read More- মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস : সূত্র
ইতিমধ্যে নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। ওই কঙ্কালটিকার সেবিষয়ে জানতে শুরু হয়েছে তদন্ত।