তাঁকে জেলেই থাকতে হবে। বুধবারও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন খারিজ করল ইডি'র বিশেষ আদালত।
এদিন আদালতের তরফে জানানো হয়েছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্পিতা। উদ্ধার হওয়া নগদ টাকা, গয়নগাটি কিছুই তাঁর না বলেই আদালতে দাবি করেছিলেন অর্পিতা। সেই দাবিও খারিজ করেছে আদালত।
আদালত জানিয়েছে, একজন মহিলা বলে তিনি ছাড় পেতে পারেন না। ফলে তাঁর জামিন সম্ভব নয় বলেই জানায় ইডি'র বিশেষ আদালত। আগামী ১৯ জুন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।