জামিনের আবেদন খারিজ ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। তাঁকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর বুধবার তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। ‘কাকু’র আইনজীবী তাঁর জামিনের আবেদনে একাধিক যুক্তি সাজিয়ে আদালতে পেশ করলেও হল না শেষ রক্ষা। সুজয় বাবুর অসুস্থতা, স্ত্রীয়ের অসুস্থতা, ইডির বেআইনি তল্লাশি সহ একাধিক যুক্তি মক্কেল সুজয় বাবুর জন্য সাজিয়েছিলেন তাঁর আইনজীবী।
এদিকে শোনা যাচ্ছে, জেলের খাবার মুখে তুলছেন না সুজয়। সূত্রের খবর, অনশন শুরু করেছেন ‘কালীঘাটের কাকু’। তিনি নিজে এদিন আদালতে দাঁড়িয়ে বলেছেন, "আমি হাঙ্গার স্ট্রাইক (অনশন) করব।" তবে ইডি আইনজীবীর দাবি, ইডির প্রশ্ন এড়ানোর জন্যই না খাওয়ার কৌশল নিচ্ছেন সুজয়কৃষ্ণ ভদ্র ।