দু'দিন আগেই শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আদালত চত্বর অশান্ত হয়ে উঠেছিল। কয়েক ঘণ্টার ব্যবধানেই অন্য মেজাজে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জন্মদিনে সাজলেন গোলাপি শার্টে। গোলাপি বেলুনে সেজে উঠল শোভন-বৈশাখীর ঘর। লাল গোলাপ, প্রচুর উপহার, আর চুম্বনে, আলিঙ্গনে বার্থ ডে বয়কে ভরিয়ে রাখলেন বৈশাখী।
৭ জুলাই ঊনষাট বছর পূর্ণ করলেন শোভন চট্টোপাধ্যায়। মাঝরাতে জন্মদিন সেলিব্রেশনের গুচ্ছের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একাধিক কেক কাটা হল জন্মদিনের। সঙ্গে ছিলেন বৈশাখীর মেয়ে, পরিবার আত্মীয়রাও।