আইনি লড়াই শেষে বুধবার দাম্পত্যের সম্পর্ক থেকে বেরিয়ে এলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) (Sovan Chatterjee)। বুধবার বৈশাখীর বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে আলিপুর আদালত। আনুষ্ঠানিক ভাবে বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায় এবং মেয়ে মেহুলের সঙ্গে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন বৈশাখী।
আদালতের রায়ের পর শোভন ও কন্যা মেহুলের সঙ্গে তোলা তাঁর বেশ কয়েকটি ছবি বুধবার রাতে নেটমাধ্যমে পোস্ট করেন বৈশাখী। কোনও ফ্রেমে শুধু শোভন আর বৈশাখী, কোনওটায় আবার শোভন, বৈশাখী ও মেহুল তিন জনেই। ছবির বিবরণীতে বৈশাখী লিখেছেন, ‘অতীতের কান্না আর দীর্ঘশ্বাস এখন শুধুই স্মৃতি। ভালবাসা চিরন্তন। আর বিদায় জানানোর কিছু নেই।’
স্বামী মনোজিৎ অন্য সম্পর্কে জড়িয়েছেন, এমন দাবি করে বিবাহবিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বৈশাখী। বুধবার ওই মামলার শেষ শুনানি ছিল। শুনানি শেষে আপস-বিচ্ছেদের (Mutual Divorce) পক্ষে রায় দিয়েছে আদালত।
বিবাহবিচ্ছেদের পক্ষে আদালত রায় দেওয়ার পরে শোভন বলেন, ‘‘বৈশাখী যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, তার অবসান হল। অনেক অসত্য কথা বলা হয়েছিল। চক্রান্তও হয়েছিল। আমি একটা কথা বলতে পারি— যে কোনও পরিস্থিতিতে দায়িত্ববোধ নিয়ে সচেতন আমি।’’
প্রসঙ্গত, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভনের বিবাহবিচ্ছেদের মামলা এখনও ঝুলছে আদালতে।
বৈশাখী জানান, মেয়ের ভরণপোষণের জন্য তিনি কারও উপর নির্ভরশীল নন। মনোজিতের থেকে কোনও অর্থ দাবি করেননি তিনি।
চলতি মাসের শুরুতেই কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন শোভন ও বৈশাখী। সঙ্গে গিয়েছিল বৈশাখীর মেয়ে মেহুলও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ভূস্বর্গে তাঁদের বেড়ানোর ছবি। সেখান থেকে ফিরে আসার পরে এই বিবাহবিচ্ছেদের পক্ষে রায় পেলেন বৈশাখী।