লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হবে বালুরঘাট কেন্দ্রে। ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়া হয়ে গিয়েছে। বিজেপি-বাম-সহ মোট ১৩টি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দাখিল করা সম্পত্তির পরিমাণে পিছনের সারিতে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেবে এক নম্বরে তৃণমূলের বিপ্লব মিত্র।
হলফনামায় সুকান্ত মজুমদার জানিয়েছেন, তাঁর হাতে নগদ ৫০ হাজার টাকা আছে। তাঁর স্ত্রী কোয়েল মজুমদারের হাতে নগদ রয়েছে ২০ হাজার টাকা। তাঁর নিজস্ব সোনা রয়েছে ৯ লক্ষ টাকার। সুকান্ত মজুমদারের অস্থাবর সম্পত্তি ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৬ লক্ষ ২৯ হাজার ২২৬ টাকা। সুকান্ত মজুমদার ও তাঁর স্ত্রীর একটি বসতজমি রয়েছে মালদার ইংরেজবাজারে। একটি ফ্ল্যাটও আছে। যার বাজারদর ৪১ লক্ষ টাকা। সুকান্তের নামে একটি স্কুটার ও তাঁর স্ত্রীর নামে একটি চার চাকা গাড়ির উল্লেখ রয়েছে।
সম্পত্তির হিসেবে এগিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তাঁর হাতে নগদ রয়েছে ৬৫ হাজার ও তাঁর স্ত্রীর হাতে নগদ টাকা ৮০ হাজার ৫০০ টাকা। বিপ্লব মৈত্রের সোনার পরিমাণ ৫ লক্ষ ৩৫ হাজার টাকা। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫১ লক্ষ ৬০ হাজার ২১১ টাকা। তাংর নামে একটি বহুতল ও একটি চাষ অযোগ্য জমি আছে। গড়িয়াতে একটি ফ্ল্যাট আছে, যার বাজারমূল্য ৯৫ লক্ষ টাকা। গাড়ি কেনা নিয়ে ঋণ আছে ৩ লক্ষ ৫১ হাজার টাকা। মোট ঋণের পরিমাণ ১২ লক্ষ ৫৯ হাজার ৪২৭ টাকা।