ভাঙড়ে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় দু'জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় প্রথমে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। মৃতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে রুজু হয় খুনের মামলা। এরপরই তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ। ওই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রথমে বেশ কয়েকজনকে আটক করা হয়। তারমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রবিবার ভোররাতে এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম আজগার আলি মোল্লা। বয়স ৩৬ বছর। বাড়ি ফুলবাড়ি এলাকায়। এই ঘটনার পরে সিসি টিভি ফুটেজে দেখা গিয়েছে, কয়েক জন মিলে যুবককে ধরে দোকানে বাঁধছেন। তার পর তাঁকে মারধর করা হচ্ছে। ওই ফুটেজের ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ।