আজ, সোমবার বিজেপির(BJP) ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধে(Bangla Bandh) তেমন কোনও প্রভাব পড়েনি হাওড়ায়(Howrah)। সকাল থেকে স্বাভাবিক রয়েছে যান চলাচল। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পথে নেমেছে বিশাল পুলিশবাহিনী(Police Force)।
সোমবার সকাল থেকেই হাওড়ার(Howrah) বিভিন্ন প্রান্তে বন্ধ সফল করতে পথে নামেন বিজেপি(BJP) কর্মীরা। তবে পুলিশ-প্রশাসন সক্রিয় থাকায় জনজীবনে কোনও ব্যাঘাত ঘটেনি। হাওড়ার(Howrah) বিভিন্ন জায়গা থেকে বেশকিছু বিজেপি(BJP) সমর্থকদের আটক করা হয়। অন্যদিকে, সকাল থেকেই বন্ধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও(TMC)। হাওড়ার বিভিন্ন জায়গায় মিছিল করে তারা(TMC)।
আরও পড়ুন- BJP: বিজেপির ডাকা বাংলা বন্ধ ব্যর্থ করতে নির্দেশিকা নবান্নের, বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি কর্মীরা
রবিবার ১০৮টি পুরসভার(Municipal Election 2022) ভোটে শাসকদলের লাগামছাড়া দৌরাত্ম্যের প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার বাংলা বন্ধের(Bangla Bandh) ডাক দেয় বিজেপি(BJP)। পরিস্থিতি মোকাবিলা করতে রবিবার রাতেই জরুরি ভিত্তিতে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Dwivedi)।