পুরসভা নির্বাচনে (Municipal Election) ছাপ্পা এবং বুথ দখলের প্রতিবাদে ডাকা বিজেপির বাংলা বন্ধে বিক্ষিপ্ত অশান্তি হল কয়েকটি জায়গায়। কলকাতায় বনধের কার্যত কোনও প্রভাব পড়েনি। তবে কয়েকটি এলাকায় বিক্ষোভ দেখান বনধ সমর্থকেরা।
বিজেপি নেতা প্রকাশ ঝায়ের নেতৃত্বে একটি মিছিল পথ অবরোধের চেষ্টা করে হাজরায়। প্রকাশ ঝাকে পুলিশ আটক করে হাজরা থেকে। আটক হন আরও কিছু স্থানীয় বিজেপি কর্মী। হাজরা মেড়ের দু'দিক থেকে দুটি মিছিল নিয়ে আসে বিজেপি। পুলিশ সক্রিয় ভাবে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। কিছুটা যানজট হলেও হাজরা এই মুহুর্তে স্বাভাবিক।
আরও পড়ুন: BJP Bangla Bandh: বিজেপি-র ডাকা বন্ধের কোনও প্রভাবই নেই, অন্য দিনের মতোই ব্যস্ত যাদবপুর
বিজেপির শক্ত ঘাঁটি বড়বাজার এলাকাতেও মিছিল করেন গেরুয়া শিবিরের কর্মীরা। তবে এখানেও বড় কোনও অশান্তি হয়নি।
বিজেপির ডাকা ১২ ঘণ্টা বন্ধের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশবাহিনী।