একাধিক মামলায় তাঁর নাম উঠেছে সিবিআইয়ের খাতায়। মঙ্গলবার সকালে সমন পাঠিয়ে বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তাঁকে পরীক্ষা করার পর চিকিৎসকরা দাবি করেছেন, অর্শে আক্রান্ত তৃণমূলের বীরভূম জেলাসভাপতি অনুব্রত মণ্ডল। সোমবারই তাঁর শারীরিক পরীক্ষা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক ভাবে চেক-আপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠছে, তা-হলে ২৪ ঘণ্টার মধ্য়ে ফের শারীরিক পরীক্ষা কেন ?
অনুব্রতকে পরীক্ষার আগে ওই চিকিৎসক দলের এক প্রতিনিধি জানান, বোলপুর জেলা হাসপাতালের সুপারের নির্দেশেই তাঁরা এই পরীক্ষা করতে এসেছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তা-হলে কী এসএসকেএমের রিপোর্টকে চ্যালেঞ্জ জানাতেই এই পদক্ষেপ ? যদিও ওই ব্যাপারে উত্তর এড়িয়েছেন চিকিৎসক দল। তাঁরা জানিয়েছেন, অর্শ ছাড়াও একাধিক রোগে আক্রান্ত অনুব্রত মণ্ডল। তাই এখনই অস্ত্রোপচারের কথা ভাবা হচ্ছে না। একইসঙ্গে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেশি করে ফল এবং জল খেতেও পরামর্শ দেওয়া হয়েছে।
তাহলে কী বুধবার সিবিআই হাজিরা ফের এড়াতে চলেছেন অনুব্রত মণ্ডল ? চিকিৎসকের পরামর্শের পর সেই প্রশ্ন আবারও উঠছে। জেলা থেকে যা ইঙ্গিত, খুব বড় ঘটনা না ঘটলে বুধবার বীরভূমের বাড়়িতেই থাকতে পারেন তৃণমূলের দাপুটে এই জেলা সভাপতি।