বাংলার দত্তক পুত্র তিনি। বাংলা নিয়ে বই লেখার ইচ্ছাও রয়েছে (CV Anand Bose)। বড়দিনের (Christmas) সন্ধ্যায় এমনটাই জানালেন বাংলার রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস। রবিবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির টাউন হলে আয়োজিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল।
এই অনুষ্ঠানে রাজ্যপাল বাংলার শিল্প, সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে বলেন, 'বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়ে খুব গর্ব বোধ করছি। সাহিত্য-সংস্কৃতিতে পরিপূর্ণ বাংলা।'
আরও পড়ুন- বড়দিনে রাজ্যকে বড় উপহার রেলের, হাওড়ায় এল বন্দে ভারত এক্সপ্রেস
তিনি জানান রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্প তিনি পড়েছেন। ছোট্ট মেয়ে মিনির চরিত্র তাঁর মনে দাগ কেটেছে। তিনিও বাংলা নিয়ে একটি বই লিখবেন। বাংলার বহু কাজে উদ্বুদ্ধ করেছে তাঁকে। তিনি বাংলার দত্তক পুত্র। একই সঙ্গে বলেন, 'বাংলা আজ যা ভাবে গোটা দেশ তা ভাবে। আগামী তো এই বাংলাই ভারতকে পথ দেখাবে।'
এই অনুষ্ঠানে হাজির ছিলেন, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, অভিনেত্রী শর্মিলা ঠাকুর, গায়ক অজয় চক্রবর্তী, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন ও বিজ্ঞানী বিকাশ সিংহ প্রমুখ।