স্ত্রীকে খুন করে নিজেই থানায় হাজির স্বামী। দাবি করলেন, তাঁকে গ্রেফতার করতে হবে। আগরার পশ্চিমপুরী এলাকার ঘটনায় তাজ্জব পুলিশ।
বুধবার সকালে থানায় যান এক যুবক। তিনি পুলিশকে জানান, নিজের স্ত্রীকে তিনি খুন করে এসেছেন। তাঁকে যেন গ্রেফতার করা হয়।
অভিযুক্ত যুবকের নাম উদয় সিংহ। ২০১৯ সালে জ্যোতির সঙ্গে তাঁর বিয়ে হয়। কর্মসূত্রে আলাপ, তারপর প্রেম। কিন্তু বিবাহিত জীবনে অশান্তি লেগেই থাকত। তার জেরেই খুন বলে স্বীকার করে উদয়। জ্যোতির ভাই নিখিলও উদয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তার পর উদয়কে গ্রেফতার করা হয়।উদয় এবং জ্যোতির এক ছেলেও রয়েছে।
জ্যোতির পরিবারের তরফে অভিযোগ, বিয়ের পর থেকেই গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন তাঁদের মেয়ে। নানা কারণে উদয় তাঁকে হেনস্থা করতেন। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।