বসন্তের শেষবেলা থেকেই রীতিমতো পুড়ছে বাংলা। ঠান্ডা পানীয়ে চুমুক দিলে একটু আরাম! ক্রমেই বাড়ছে বিয়ারের চাহিদা। রাজ্যে দ্বিগুণ হল বিয়ারের বিক্রি। মদের বিক্রিতে রেকর্ড গড়ল বাংলা, এই প্রথম ২০ হাজার কোটির মদ বিক্রি হল বাংলায়।
গত অর্থবর্ষে বাংলায় ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ৪ হাজার কোটি টাকার বিয়ার বিক্রি করে রেকর্ড গড়ল বাংলা। ২০২১-২২ অর্থবর্ষে ১৮,০০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল বাংলায়। এবার ২২,০০০ কোটি টাকার মদ বিক্রি করে রেকর্ড গড়ল বাংলা।
Karnataka Election Candidate : এক টাকার কয়েন দিয়েই ১০ হাজারের বন্ড জমা নির্দল প্রার্থীর
আবগারি দফতরের দাবি, বিষ মদ পান করে যাতে কারও ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। এমনকী নজর রাখা হচ্ছে দেশি মদের গুণগত মান বাড়ানোর দিকেও।