দুর্গা পুজোর একমাস আগেই শহরজুড়ে ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি উদযাপন। কলকাতার (Kolkata) রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা, যার মুখ স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার যখন উৎসবের মেজাজে পথে নামল মানুষের ঢল, তখনই প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী। মমতাকে বিঁধে কবিতা লিখে ফেসবুকে শেয়ার করেছেন শুভেন্দু। পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের হাহাকার ধামাচাপা দিতেই নাকি এই উৎসবের আয়োজন, কবিতার সারমর্ম তাই-ই।
রাজ্য সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছেন সিপিএমের (CPM)রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md. Selim)। সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য, ”উনি নিজে হেঁটে প্রচারের আলো কাড়বেন বলে এই উদ্যোগ নিয়েছেন। উনি হাঁটলেন আর রাস্তা বন্ধ হল। সাধারণ নাগরিকদের অসুবিধায় পড়তে হল। তাতে কী? নিজে যা চাইবেন, তাই তো হবে। এভাবে টাকা নয়ছয় হল।”
Abhishek Banerjee : কয়লা-কাণ্ডে শুক্রবার অভিষেকের হাজিরা, কলকাতা ডাকা হল তৃণমূল সাংসদকে
রাজ্যে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। তিনি বলেন, “তৃণমূল জানে এই স্বীকৃতিটা লুঠে নিতে হবে। তিনি তিথি নক্ষত্র কিছু মানেন না। মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করেন। কোনও মন্ত্র শুদ্ধ বলতে পারেন না। কেবল রাজনীতি করেন। দুর্নীতি চাপা দেওয়ার জন্য ২ কোটি ৮৩ লক্ষ টাকা খরচ করে মিছিল বের করা হচ্ছে। কিন্তু পাপ কোনওদিন চাপা পড়ে না। কিন্তু পাপ কোনও দিন চাপা পড়ে না। সিবিআই-ইডিকে আটকানো যাবে না। নেতাদের বাঁচানো যাবে না। জেলে যেতেই হবে।”