টিটাগড় স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলায় আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতির অভিযোগ করে চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য পুলিশের উপর ভরসা না থাকায় জাতীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করে যথোপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানাচ্ছেন তিনি।
চিঠিতে টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, "বোমাটি নিরীহ শিশুদের উপর পড়তে পারত, এটা ভেবেই আমি আশঙ্কিত। শিশুদের অভিভাবকেরা এই ঘটনার জবাব চাইছে এবং তাঁদের জবাব দেওয়া আমাদের দায়িত্ব।"
টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনার পিছনে বড়ো কোনও রহস্য রয়েছে এবং এটা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।
Sukanta Majumder: রাতের অন্ধকারে পুড়ছে কোন কাগজ? সুকান্তের প্রশ্নের জবাব দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
টিটাগড়ের বোমা বিস্ফোরণের ঘটনায় মহম্মদ আরিয়ান, সাদিক, বাবলু ও রেহান নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ । বোমা মারার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । জিজ্ঞাসাবাদের উঠে আসে আসল তথ্য । জানা গিয়েছে, মহম্মদ আরিয়ান ওই স্কুলের প্রাক্তন ছাত্র । তাঁর সঙ্গে স্কুলেরই নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু,তাঁদের প্রেম ভেঙে যায় । এরপর ওই স্কুলেরই একাদশ শ্রেণির এক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই ছাত্রী । সেইসময় আরিয়ানের তার পুরনো প্রেমকে ফিরে পেতে চায় । তার জন্য প্রথমে ওই একাদশ শ্রেণির ছাত্রকে মারধর ও ভয় দেখায় আরিয়ান । কিন্তু তাতে কোনও কাজ হয়নি । তাই, শেষপর্যন্ত ওই ছাত্রীকে ভয় দেখানোর জন্য স্কুলে বোমাবাজির সিদ্ধান্ত নেন আরিয়ান । পুলিশি জেরায় এমনই জানিয়েছেন অভিযুক্ত ।