ভারী বৃষ্টিতে ভিজতে পারে ৭৫তম স্বাধীনতা দিবসের (Independence Day 2022) বর্ষপূর্তি। ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে রবি ও সোমবার রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rainfall Forecast) আবহাওয়া দফতরের। সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল আকাশ। মাঝে একবার দুবার রোদের দেখা মিললেও, উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা শক্তি বাড়াতেই বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বভাসও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর, বিশ্বের ক্রীড়াক্ষেত্রে ভারতের কয়েকটি ঐতিহাসিক জয়
রাজ্যের বাকি জেলাতেও রবি ও সোম হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা করা হয়েছে।