ফের নিম্নচাপের ভ্রুকুটি। আজকের মধ্যে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে ওড়িশাতে প্রবল বৃষ্টি এবং বাংলার উপকূলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। মহালয়ার আগে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা।
উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত আগামী ২৪-৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে, যার অভিমুখ ওড়িশার দিকে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
Sukanta Majumder: রাতের অন্ধকারে পুড়ছে কোন কাগজ? সুকান্তের প্রশ্নের জবাব দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।