শীত বিদায় হয়ে বসন্ত পড়েছে বঙ্গে। ইতিমধ্যে দিনের বেলা অনুভূত হচ্ছে বেশ গরম। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (highest temperature) ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন (lowest temperature) ১৯ ডিগ্রি। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ তিলোত্তমায়। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৭ %।
চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও বাড়বে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এখনও সেভাবে গরম না পরলেও দোলের পর গোটা রাজ্যেই রীতিমতো পারদ চড়বে।