পুলিশের খাতায় তিনি ছিলেন 'ওয়ান্টেড ক্রিমিনাল'(Bangladesh Criminal in Baranagar)। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁকে একজন নিরীহ-ছাপোষা মানুষ হিসেবেই জানতেন। বৃহস্পতিবার বরানগরের ফ্ল্যাট থেকে তমাল রায়চৌধুরী ওরফে নূর উন লতিফ নবির ঝুলন্ত দেহ উদ্ধার হতে আতঙ্ক ছড়াল এলাকায়। পুলিশি খাতায় যদিও বাংলাদেশের এই কুখ্যাত জঙ্গির(Bangladesh Criminal in Baranagar) নাম 'ম্যাক্সন'। উল্লেখ্য, বাংলাদেশ থেকে কলকাতায় পালিয়ে আসার পর পুলিশের হাতে ধরা পড়ে ম্যাক্সন। তখনই তার আসল পরিচয় জানতে পারেন এলাকাবাসী।
জানা গিয়েছে, বরানগরের নর্দান পার্কের এক আবাসনে ঘাঁটি গেড়েছিল বাংলাদেশের এই জঙ্গি(Bangladesh Terrorist)। বাংলাদেশের এই জঙ্গি মাছের ব্যবসা শুরু করেন বরানগরে। সঙ্গে থাকা অর্পিতা নামের এক মহিলাকে সকলে তমালের(Bangladesh Terrorist) স্ত্রী বলে চিনতেন। পরিচারিকার কথায়, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে মনোমালিন্যের জেরে ছোটখাটো ঝামেলা হলেও বেশি কিছু জানতে পারেননি তাঁরা।
আরও পড়ুন- Subhendu Adhikari: পরিবারকে হেনস্থার অভিযোগ, তৃণমূলের সভা নিয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী
পরিচারিকা লক্ষ্মী ঘোষের কথায়, অত্যন্ত ঠাণ্ডা মানুষ ছিলেন তমাল। তাঁকে ঘরের লোকের মতোই দেখতেন তমাল-অর্পিতা। গত ফেব্রুয়ারি মাসে তমালকে গ্রেফতার হতেই তার পরিচায় প্রকাশ্যে আসে।। এরপর সেই ফ্ল্যাটেই মিলল বাংলাদেশের(Bangladesh Terrorist) এই কুখ্যাত জঙ্গি নেতার ঝুলন্ত দেহ।