পুজোর আগে ভোজনরসিক বাঙালির জন্য সুখবর। পুজোয় ফের পদ্মার ইলিশের স্বাদ পেতে চলেছে রাজ্য। পশ্চিমবঙ্গে ফের ইলিশ রফতানির অনুমতি দিয়েছে শেখ হাসিনার সরকার।
বুধবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক সে দেশের ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই ১০টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ পাঠাবে রাজ্যে। এবার দুর্গাপুজো শুরু ১ অক্টোবর। তবে, শর্ত রাখা হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে, তাদের সরাসরি রফতানি করতে হবে। পারমিট হস্তান্তর করা যাবে না। প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে তবেই রফতানি করবে।
২০১২ থেকে ২০১৮ পর্যন্ত টানা ৬ বছর ইলিশ রফতানি বন্ধ ছিল। ২০১৯ সালে আবার রফতানি শুরু করে বাংলাদেশ। সেই বছর বাংলাদেশ থেকে রাজ্যে এসেছিল ৫০০ টন ইলিশ। এরপর ২০২০ সালে বাংলাদেশ ১ হাজার ৪৫০ টন ইলিশ মাছ রফতানি করে। চলতি বছর ইতিমধ্যেই ৪৯টি সংস্থার মারফত ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল বাণিজ্যমন্ত্রক। আবারও ৫০০ টনের অনুমতিতে আশা করে যাচ্ছে শারদ উৎসবের শুরু থেকেই বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ।