উৎসবের মরশুমের আগেই ভোজনরসিক বাঙালির জন্য দারুণ খবর! ওপার বাংলা থেকে উপহার হিসেবে ইলিশ আসছে এপার বাংলায় (Hilsa Export from Bangladesh)
গোটা সেপ্টেম্বর মাস জুড়েই ধাপে ধাপে এপার বাংলায় ঢুকবে পদ্মার ইলিশ। রবিবার বাংলাদেশ (Bangladesh) সরকারের বাণিজ্য মন্ত্রক ইলিশ রফতানির অনুমতি দেওয়ার পর থেকেই খুশির হাওয়া মাছ ব্যবসায়ীদের মধ্যে। বাংলাদেশ সরকার জানিয়েছে চলতি বছরে ২৪৫০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারবেন এপার বাংলার ব্যবসায়ীরা। মঙ্গলবার থেকেই শুরু হবে আমদানি। প্রথমদিনেই হাওড়ার মাছ বাজারে ঢুকবে ১০০-১৫০ মেট্রিক টন ইলিশ।
Abhijatrik: গ্র্যামির দৌড়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি! নেপথ্যে বিক্রম ঘোষ, রবি শঙ্কর-কন্যা
২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই কলকাতার বাজারে ইলিশ আসা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। গত তিনবছর ধরে পুজোর সময় কিছু পরিমাণ ইলিশ রফতানির করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।
প্রসঙ্গত, তিনদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। একাধিক কর্মসূচির মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আছে বিশেষ বৈঠক।