হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসের মধ্যেই গুলি চালানোর ঘটনায় সাসপেন্ড তিন তৃণমূল কর্মী। বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের এই ঘটনায় শেখ সাজিদ, ভোলা এবং আজাহার লস্কর নামের তিন কর্মীকে সাসপেন্ড করা হয়। তার মধ্যে পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ভোলা বাঁকরাকে গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাজিদ বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠছিল দলের অন্দরে। যদিও অভিষেক অস্বীকার করে কল্যাণ ঘোষ জানিয়েছেন, ‘‘ইতিমধ্যে দল কড়া সিদ্ধান্ত নিয়েছে। তিন জনকে সাসপেন্ড করা হয়েছে।’’
ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে RAF নামানো হয়েছে।