যেকোনও শর্তে জামিন চান মানিক ভট্টাচার্য। শুক্রবার আদালতে এমনটাই জানালেন মানিকের আইনজীবী। তাঁর আরও দাবি, ইডিকে তদন্তে সবরকম সহযোগিতা করছেন তাঁর মক্কেল। কিন্তু তারপরেও ইডির তরফে জামিনে বাধা দেওয়ার অভিযোগ মানিকের।
অন্যদিকে, মানিক ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে মৃত ব্যক্তির যৌথ অ্যাকাউন্ট আপডেট করানো নিয়েও অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের দাবি, ২০১৬ সালে মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু সেই মৃত ব্যক্তির নামে ২০১৯ সালেও কেওয়াইসি আপডেট করার মতো চাঞ্চল্যকর অভিযোগ গোয়েন্দাদের। মানিকের আইনজীবীর দাবি, ওই ব্যক্তি সম্পর্কে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের পিসেমশাই। ইডির প্রশ্ন, একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও কেন ব্যাঙ্ককে অবগত না করে নিয়মিত কেওয়াইসি আপডেট করা হল। এর পিছনে তথ্য জালের অভিযোগ এনেছেন গোয়েন্দারা। এমনকি, মৃত ব্যক্তির ছেলেও ওই অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি ইডি আধিকারিকদের। উল্লেখ্য, মানিকের আইনজীবী ওই অ্যাকাউন্টে ৩ লক্ষ টাকা থাকার কথা বললেও ইডির দাবি, অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট হিসেবে আছে প্রায় ৩ কোটি টাকা।