আজ বুধবার জামাই ষষ্ঠী। বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। এই একটা দিন কোনও কার্পণ্য করেন না শ্বশুর মশাইয়েরা। সকাল থেকেই জামাই ষষ্ঠীর বাজারে ভিড়। আজ পাঁঠা থেকে চিকেন, মাছ থেকে ফলমূল সবের দোকানেই লম্বা লাইন। কিন্তু বাজার করতে কার্যত কালঘাম ছুটছে মধ্যবিত্তের। এদিন মাছ, মাংস থেকে ফল-মূল সবকিছুর দামই বেশ চড়া।
জেলা বিশেষে দামের রকমফের রয়েছে। যেমন, বাঁকুড়া শহরের চক বাজারে এদিন কাতলা মাছ বিকোচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে, রুই ২০০ থেকে ২৫০ টাকা, পাবদার দাম যাচ্ছে ৬০০, পার্শে ৪০০, ইলিশ দু'হাজার টাকার উপরে, বাগদা চিংড়ি ৪০০, গলদা চিংড়ি ৭০০, পমফ্রেট ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পাঁঠার মাংসের দাম যাচ্ছে কেজিতে ৭৫০ থেকে ৮০০ আর চিকেন ২৩০ থেকে ২৬০।
অন্যদিকে হাত পুড়ছে ফলের দামেও, হিমসাগর আম বিকোচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে, লিচু ১৫০, আপেল ২৫০, আঙ্গুর ২০০ টাকা কেজি। তবে দামের তোয়াক্কা না করেই ব্যাগ ভরে বাজার ও করছেন শ্বশুর মশাইরা।