সাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি। এই বৃষ্টির জেরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু তিন শিশুর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura News) বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত তিন শিশু পাঁচ বছর বয়সি রোহন সর্দার, চার বছরের নিশা সর্দার এবং তিন বছরের অঙ্কুশ সর্দার।
শুক্রবার বিকেল থেকেই খারাপ আবহাওয়া রাজ্য জুড়ে। বাঁকুড়ায়ও বৃষ্টি চলছে দফায় দফায়। শনিবার সকালে বৃষ্টি কিছুটা কমতে গ্রামের এক কাঁচা বাড়ির পাশে খেলতে যায় ওই তিন শিশু।
আরও পড়ুন - জোড়া নিম্নচাপের কাঁটা, শনিবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে উত্তরও
সেই সময় আচমকাই হুরমুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। চাপা পড়ে যায় তিন শিশু। স্থানীয়রা ধ্বংসাবশেষ সরিয়ে তিন শিশুকে উদ্ধার করে। জখম তিন শিশুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।