দূষণে শীর্ষে থাকবে কলকাতা (Kolkata)। আশঙ্কা ছিল এমনই। কিন্তু কলকাতাকে পিছনে ফেলে দিল জেলা বাঁকুড়া (Bankura)। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। রাজ্যের জেলাগুলির মধ্যে প্রথম দশের মধ্যে নেই কলকাতা। বাঁকুড়ার পরই আছে বর্ধমান, হুগলি ও মালদহ। তবে এই নিয়ে খুশি হওয়ার কোনও কারণ দেখছেন না পরিবেশবিদরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, পার্টিকুলেট ম্যাটার বা পিএম মাত্রা ২.৫ সবচেয়ে বিপজ্জনক। কলকাতায় ধূলিকণার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। কলকাতার বাতাসে পিএম মাত্রা ৫.২ থাকলে স্বাভাবিক। কিন্তু তার জায়গায় রয়েছে পিএম মাত্রা ৫৮.২।
আরও পড়ুন: সাংসদদের মুখে লাগাম টানার উদ্যোগ, প্রকাশিত হল অসংসদীয় শব্দের তালিকা
বাতাসে ১০ মাইক্রন ব্যাসের দূষণ কণাকে বলা হয় পিএম ১০। তবে দূষণ কণা ২.৫ সবচেয়ে বিপজ্জনক। এই কণাই প্রশ্বাসে ঢোকে। যা ফুসফুস ক্যানসারের বড় কারণ। স্ট্রোক, সিওপিডি, অ্যালার্জিও হতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে কলকাতায় যদি বাতাসে পিএম ২.৫ মাত্রা নেমে আসলে, মানুষের গড় আয়ু ৫ বছর বেড়ে যাবে।