কলকাতা হাই কোর্টে আইনজীবীদের বিক্ষোভকে ‘অভব্যতা’ বলে মন্তব্য করল ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’। দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে বারের প্রতিনিধিরা বলেছেন, এক জন বিচারপতির বিরোধিতা করতে গিয়ে পুরো বিচারপ্রক্রিয়াকে ভেঙে তছনছ করা আইনজীবীদের পক্ষে অশোভনীয়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবারই দিল্লি থেকে কলকাতায় আসছে একটি প্রতিনিধি দল। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারতীয় বার কাউন্সিল।
গত সোমবার থেকেই বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন আইনজীবীদের একাংশ। পরে বিচারপতির এজলাস বয়কটের প্রস্তাবও আনেন বার কাউন্সিলের কলকাতা শাখার সদস্যদের কয়েকজন। চলতে থাকে এজলাসের সামনে অবস্থান বিক্ষোভ। থমকে যায় বহু মামলার শুনানিও। এমনকি, হাই কোর্ট চত্বরে আইনজীবীদের দু’টি দলের মধ্যে হাতাহাতির ঘটনাও দেখা যায়। বৃহস্পতিবার সেই প্রসঙ্গেই অসন্তোষ প্রকাশ করেছে আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠন ভারতীয় বার কাউন্সিল।
Sheena Bora Murder Case: গুয়াহাটি বিমানবন্দরে 'শিনা বোরা', সিসিটিভি ফুটেজ চাইল CBI