বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের কনভয়ে ধাক্কা। মাথায় সামান্য চোট পেয়েছেন তিনি। বুধবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়েন। তৃণমূল সূত্রে খবর, বাদু রোডে তৃণমূলের কার্যালয়ে যাওয়ার পথে কাকলির কনভয়ে এসে একটি গাড়ি দ্রুতবেগে ধাক্কা মারে। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়ির চালকের সঙ্গে কথা বলা হবে। এই ঘটনার পিছনে অন্য কোনও অভিসন্ধি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। কাকলি ঘোষ দস্তিদারের আঘাত কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। ভিডিয়োতে দেখা গিয়েছে, কাকলির মাথায় আইস ব্যাগ নিয়ে শুশ্রুষা করছেন এক মহিলা নিরাপত্তাকর্মী।