বারাসতে ছেলেধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি। বুধবার মোট ১৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বৃহস্পতিবারই আদালতে তোলা হবে। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
গত কয়েকদিন ধরে বারাসত এলাকায় ছেলেধরার গুজব রটে। এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে এই গুজব ছড়ায় বলে অভিযোগ ওঠে। গুজবের জেরে বারাসতের দুটি এলাকায় পৃথক ঘটনায় এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। এই ঘটনাটি ঘটে মোল্লাপাড়ায়। পরে মডার্ন স্কুলের সামনে এক মহিলা ও তাঁর সঙ্গীকে একই ভাবে ছেলেধরা মনে করে বেধড়ক মারধর করা হয়। পুলিশের সামনেই টেনেহিঁচড়ে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আক্রান্ত তিন জনই হাসপাতালে ভর্তি।
বারাসত পুলিশ জেলার সুপার জানিয়েছেন, বারাসতে কোনও শিশুচুরির ঘটনা ঘটেনি। যে বালকের মৃত্যুতে কেন্দ্র করে এই গুজব, তাকে খুন করা হয়েছে। তার অভিযোগ, একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। অযথা গুজবে কান দিতে নিষেধ করেছেন সুপার।