দুই পথচারীর বচসা থামতে গিয়ে বটির কোঁপ মারার অভিযোগ এক মহিলা পুলিশ কর্মীর উপরে। ঘটনায় আহত হন বারাসত থানার কর্মী অষ্টমী মণ্ডল। শনিবারের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সোনামনি মজুমদার নামের এক তরুণীকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অষ্টমী মণ্ডলকে। পুলিশ সূত্রে খবর, এদিন স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন সোনামনি। ওই চত্বরেই তাঁদের পারিবারিক খাবারের হোটেল। এই সময় একটি গাড়ির সঙ্গে তাঁর ধাক্কা লাগার উপক্রম হয়েছিল। সেখান থেকে বচসা শুরু হয়।
এই সময়ে ঘটনাস্থলে আসেন সামনের পোস্টে কর্তব্যরত অষ্টমী মণ্ডল। তাঁর অভিযোগ, ঘটনাস্থল থেকে সোনামনিকে সরানোর চেষ্টা করতে, তাঁদের উপরেই ঝাঁপিয়ে পড়েন সোনামনি। প্রথমে কিল, চড়, ঘুসি মারেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। এরপর বঁটি এনে কোঁপ মারতে যান বারাসত থানার এক মহিলা সিভিক কর্মীকেষ। সাবিনা নামের ওই কর্মীকে বাঁচাতে গিয়েই মাথায় আঘাত পান অষ্টমী মণ্ডল।
খবর পেয়ে থানা থেকে লোক যায়। গ্রেফতার করা হয় সোনামনিকে। যদিও অষ্টমীর অভিযোগ উড়িয়ে সোনামনিরা পাল্টা দাবি, তিনি বঁটি দিয়ে মারেননি। তাঁর দাবি, তাঁকে গাড়ি চাপা দিচ্ছিল। তারই প্রতিবাদ করেছিলেন।