দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হল হেমনগর-বারাসাত বাস পরিষেবা(Hingalganj Bus Service)। শুক্রবার এই পরিষেবার সূচনা করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক(TMC MLA) দেবেশ মণ্ডল। এই পরিষেবার ফলে উপকৃত হবেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২ লক্ষাধিক মানুষ। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বাস পরিষেবার সূচনা হলেও তার কিছুদিনের মধ্যেই কম যাত্রীসংখ্যা এবং বেহাল রাস্তার জন্য বন্ধ করে দেওয়া হয় বাস পরিষেবা(Hingalganj-Barasat Bus Service)।
গত ২৯ নভেম্বর হিঙ্গলগঞ্জের সভায় এসে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) এই বাস পরিষেবা পুণরায় চালু করার দাবি জানান কিন্তু তাঁর ওই ঘোষণার ৭২ ঘন্টা যেতে না যেতেই বাস পরিষেবা শুরু হতে খুশি হিঙ্গলগঞ্জের মানুষরা(People of Hingalganj)। আপাতত হেমনগর থেকে বারাসাত(Hemnagar to Barasat Bus Service) পর্যন্ত বাসের ভাড়া রাখা হয়েছে ৮৩ টাকা। যা সবধরনের মানুষের পক্ষেই দেওয়া সম্ভব বলেই মত পরিবহন দফতরের।
আরও পড়ুন- Howrah News: টাকার নেশায় বুঁদ! কোলের দুই সন্তান বিক্রি বাবা-মায়ের, হাওড়ায় ধৃত দম্পতি
এক বাস কন্ডাকটর জানান, বাসগুলি বসিরহাট-হাসনাবাদ-দেগঙ্গার মতো বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে ৩ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে বারাসাতে(Barasat Bus Service)। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই।