সোমবার দত্তপুকুরের ইছাপুর হাই স্কুল পরিদর্শনে এলেন বারাসত ১ ব্লকের বিডিও সৌগত পাত্র। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিড ডে মিল নিয়ে অভিযোগের ভিত্তিতেই এদিন আচমকা দত্তপুকুরের এই স্কুলে হাজির হন বিডিও। স্কুলে ঢুকে রান্নার জায়গা থেকে খাওয়ার জায়গা সমস্ত কিছু খতিয়ে দেখেন বিডিও সৌগত পাত্র।
বিডিও সৌগত পাত্র মিড ডে মিলের মেনুর পাশাপাশি পরিকাঠামোগত বেশকিছু পরামর্শও দেন স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের গ্যাস সংযোগ, ডাইনিং রুম তৈরি সহ একাধিক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিডিও।
এদিন স্কুলের মিড-ডে মিলে প্রায় ২০০ জন পড়ুয়া মাংস-ভাত পেয়েছে বলেই খবর। রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ বিভিন্ন স্কুলে স্কুলে কীভাবে পালন করা হচ্ছে, তা ঘুরে দেখতেই মূলত এই পরিদর্শন বলেই জানান বারাসাত ১ ব্লকের বিডিও সৌগত পাত্র।