বাড়িতে একা থাকার সুযোগে ষাট বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর ও গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত বৃদ্ধার নাম সালেহা বিবি।
অভিযোগ, সোমবার বিকেল পাঁচটা নাগাদ ওই বৃদ্ধার বাড়িতে হামলা হয়। তাঁকে মারধর করে খুনের চেষ্টা করা হয়। অবশেষে আক্রান্ত বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - 'গোটা দেশ সংকটে রয়েছে', সংহতি মিছিল শেষে বললেন অভিষেক
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা পুলিশ। প্রতিবেশীদের ফোনে ওই এলাকারই অন্য একটি বাড়ি থেকে ছুটে আসেন মহিলার স্বামী। বৃদ্ধার স্বামীর অভিযোগের ভিত্তিতে দুই প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।