অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত বর্ষা মুহুরির (Barsha muhuri) দেহ ফিরল বারইপুরের বাড়িতে। হুইল চেয়ারে ফিরলেন মা, মেয়ের দেহ ফিরল কফিনবন্দি হয়ে।
সোমবার ভোর রাতেই বিমানবন্দরে পৌঁছলেন বর্ষার অসুস্থ মা নিবেদিতা মুহুরি, মামা সুব্রত চৌধুরি সহ আরও ৪ জন। কলকাতা বিমানবন্দরে দেহ নামার পর বারুইপুর পুরসভার ব্যবস্থাপনায় দেহ সহ বাকিদের ফেরানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস, কাউন্সিলর বিকাশ দত্ত সহ আরও কয়েকজন কাউন্সিলর। বর্ষার দেহ চক্রবর্তীপাড়াতে ফেরার পর কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশী আত্মীয়রা।
Mamata Banerjee : আজ তিনদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার জিটিএ-এর শপথ
গত ১ জুলাই কাশ্মীরের উদ্দেশে রওনা দেন বর্ষা মুহুরি নামে ওই তরুণী। তারঁ সঙ্গে গিয়েছিলেন মা নিবেদিতা মুহুরি ও মামা সুব্রত চৌধুরী। বর্ষার বাবা চন্দন মুহুরি জানান, পড়শিদের ধরে বর্ষাদের দলে মোট সাত জন ছিলেন। বিপর্যয়ের দিন দুয়েক আগে মা ও মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছিলেন বর্ষার মা, মাকে বাঁচাতে গিয়েই প্রবল স্রোতের তোড়ে ভেসে যান বর্ষা।
দূর্ঘটনার পর থেকে রাজ্য সরকারের তরফে বাঙালি পুণ্যার্থীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল। গতকাল সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে শ্রীনগর থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমানে দেহ সহ বাকিদের ফেরানো হল।