প্রেমিকাকে গুলি করে খুন করার পর আত্মহত্যা করলেন প্রেমিক। ঘটনার জেরে জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যানপুর গ্রাম পঞ্চায়েতের বাইপাস সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম উত্তম মণ্ডল বয়স ৪৮ বছর। তাঁর প্রেমিকার নাম অপর্ণা মণ্ডল। বয়স ৪২ বছর।
জানা গিয়েছে, ওই এলাকায় গত ছয় মাস ধরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া ছিলেন উত্তম এবং অপর্ণা। বুধবার তাঁদের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে খবর দেওয়া হয় বারুইপুর থানায়।
আরও পড়ুন - হাবড়া থেকে বাজেয়াপ্ত ৩ কোটির বেশি সোনা, পাচার করা হচ্ছিল কলকাতায়
পুলিশ এসে দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার করে। প্রেমিক উত্তম মণ্ডলের হাত থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল। পুলিশের অনুমান, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, উত্তমের বাড়ি উস্তি থানার রসা এলাকায়। পেশায় ট্রাকচালক উত্তমের স্ত্রী ও সন্তান রয়েছেন। গত তিন বছর ধরে উত্তমের সঙ্গে অপর্ণার সম্পর্ক রয়েছে। তবে, ঠিক কী কারণে খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।