তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। এই পরিস্থিতিতে পানীয় হিসেবে বিয়ারকেই বেছে নিচ্ছেন রাজ্যবাসি। অন্তত এমনটাই জানাচ্ছে আবগারি দফতরের পরিসংখ্যান।
সূত্রের খবর, এপ্রিল মাসে রাজ্যে প্রায় ২৫ লক্ষ কেস বিয়ার বিক্রি হয়েছে। যা সর্বকালীন রেকর্ড। যার দরুণ প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে রাজ্য।
আর যার জেরেই বাংলায় বিয়ার জোগান দিতে রীতিমতো হিমশিম বিয়ার প্রস্তুতকারক সংস্থাগুলি। ফলে তৈরি হয়েছে বিয়ারের সংকট।