বীণাপাণির আরাধনা। এই পুজোর সঙ্গে মিলেমিশে আছে বাঙালির আবেগ, যুবক-যুবতীদের প্রেম, স্কুল কলেজের নস্টালজিয়া৷ পাড়ায় পাড়ায়, ক্লাবে জমানো পকেটমানি আর দাদু কাকুদের কাছে আবদার করে চাঁদা আদায়, তারপর নিজেরাই সাজিয়ে গুছিয়ে ছোট্ট করে পুজো- এই ছবি আমাদের চির চেনা। পুজোর আগে দোকান বাজারে সারি সারি প্রতিমার ভিড়। ছোট বড় নানান সাইজের সরস্বতী। সাধ আর সাধ্য মিলিয়ে তা কিনতেই ভিড় জমেছে, পড়েছে লাইন।
বিক্রেতাদের মুখেও চওড়া হয়েছে হাসি। গত দু'বছর করোনার কোপে বন্ধ ছিল স্কুল - কলেজ। এবার সব স্বাভাবিক। পুজোর আগের দিন তাই দোকান বাজারে উপচে পড়া ভিড়, দেদার বিকোচ্ছে বীণাপানির প্রতিমা।
ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ ইংরেজির ২৬ জানুয়ারি,২০২৩ এবং বাংলার ১১ মাঘ ১৪২৫ সনে এই বছর সরস্বতী পুজো হবে। যদিও, পুজোর তিথি পড়েছে ২৫ জানুয়ারি সন্ধে ৬টা ২০ মিনিট ১১ সেকেন্ডে। এই শুভ তিথি থাকবে ২৬ জানুয়ারি বিকেল ৪টে বেজে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত।