ভোট উত্তপ্ত বাংলায় নির্বাচনের আগের রাতে ফের রণক্ষেত্র কোচবিহার । দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় চলল গুলি। এই হিংসায় আহত হয়েছেন এক বাম-কংগ্রেসের জোট প্রার্থী সমর্থক। তুফানগঞ্জে তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এখানেই শেষ নয়, অন্য এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন আলিপুরদুয়ার হাসপাতালে। এদিকে সিতাই বিধানসভার একটি বুথে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে
Panchayat Violence : অশান্তি সেই মুর্শিদাবাদে, খুন এক তৃণমূল কর্মী, ভোটের আগেই রক্ত ঝরল আউশগ্রামেও
জানা গিয়েছে, দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার রাতে প্রকার সেরে ফিরছিলেন জোট সমর্থক রফিকুল ইসলাম। অভিযোগ সেই সময় ব্যাপক গোলাগুলি এবং বোমাবাজি শুরু হয়। তাতেই গুলিবিদ্ধ হন রফিকুল। শাসক দলের বিরুদ্ধে আঙুল উঠতেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্য দিকে, কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার রামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ছাট বলগা এলাকায় ৬৮ নম্বর বুথে দু’জন তৃণমূল নেতাকে পিছন থেকে কুপিয়ে খুনের অভিযোগ।