কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ইঞ্জিনিয়ারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে । স্নাতকত্তোর চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন । ৫ জুলাইয়ের মধ্যে ডাকযোগে প্রার্থীদের আবেদন পাঠাতে হবে । কীভাবে আবেদন করবেন, খুঁটিনাটি জেনে নিন...
শূন্য পদ
১১ টি । 'প্রবেশনারি ইঞ্জিনিয়ার' পদে ওবিসি প্রার্থীদের জন্য পদ (এনসিএল) ২, তফসিলি উপজাতির জন্য ১ এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৩টি শূন্যপদ রয়েছে। 'সিনিয়র ইঞ্জিনিয়ার'পদে ওবিসিদের জন্য় (এনসিএল) ১, তফসিলি উপজাতি ১ এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৩টি শূন্যপদ রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা
'প্রবেশনারি ইঞ্জিনিয়ার'পদের জন্য ফোটোনিক্স, অ্যাপ্লায়েড অপটিক্স, অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার ইন সায়েন্স (এমএসসসি) কিংবা লেজার, অপটো ইলেকট্রনিক্স, অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার ইন ইঞ্জিনিয়ারিং (এমই) কিংবা মাস্টার ইন টেকনোলজি (এমটেক) সঙ্গে স্নাতকস্তরে ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি-র ডিগ্রি থাকা প্রয়োজন ।
সিনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের ক্ষেত্রে ‘ইলেকট্রনিক্স’ বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ডিগ্রি থাকা দরকার । সেই সঙ্গে চার থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স
প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ২৭ বছরের মধ্যে । সিনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য প্রয়োজন অনূর্ধ্ব ৩২ বছর ।
বেতন
প্রবেশনারি ইঞ্জিনিয়ারদের জন্য মাসিক বেতন হবে ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজারের মধ্যে । সিনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য বেতন হবে ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার ।