রবিবার, ১ মে থেকে শুরু হল রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrina Mission) ১২৫ বছর পূর্তি উৎসব । এদিন সকাল থেকে বেলুড় মঠে (Belur Math)। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে খবর, আগামী এক বছর বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হবে। রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উপলক্ষ্যে শুভেচ্ছা টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সকল সন্ন্যাসী এবং ভক্তকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজির কাজ যেন আমাদের অনুপ্রাণিত করে।’
১৮৯৭ সালের ১ মে বাগবাজারে (Bagbazar) বলরাম বসুর বাড়িতে একটি সভা তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)। সেখানে বিবেকানন্দই বলেছিলেন সংঘ ব্যতীত কোনও বড় কাজ হয় না। এরপরই ৫ মে সংঘের নামকরণ করা হয় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশান। অর্থাৎ ১২৫ বছর আগে আজকের দিনেই সংঘ তৈরির প্রস্তাব দিয়েছিলেন স্বামীজি। এদিনেই পথচলা শুরু রামকৃষ্ণ মিশনের। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ উদ্বোধনী ভাষণ দেন।
সকালের পাশাপাশি সন্ধ্য়াতেও থাকবে নানা অনুষ্ঠান।