খাতায় কলমে হিসেব বলছে, দুর্গা পুজোর এখনও বাকি প্রায় মাস দেড়েক। তবু ঢাকে কাঠি কিন্তু পড়েই গেল। জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে দুর্গা পুজোর কাঠামো পুজো।
দেবী পক্ষ পড়তে অবশ্য ঢের দেরি। মহালয়া পড়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে। কিন্তু পুজোর ৪৩ দিন বাকি থাকতেই কাঠামো পুজো হয়ে গেল দুর্গোৎসবের।
বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়ম অনুযায়ী কিন্তু জন্মাষ্টমীর (Janmasthami) দিন থেকেই দুর্গোৎসবের সূচনা হয়ে যায়। রীতি মেনে এ এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সোমবার, ২৬ আগস্ট বেলুড়ে একইভাবে সূচনা হলো শারদোৎসবের।
পুজোর চার দিনের নির্ঘণ্ট আগেই প্রকাশ করেছে বেলুড় মঠ। পুজোর চারদিনই মহাধূমধামে দুর্গা পুজো হয় বেলুড় মঠে। বিশেষত অষ্টমী-নবমীর কুমারী পুজোয় উপচে পড়ে ভিড়। কোভিড কালের সময় থেকে বেলুড় মঠের ওয়েব সাইটে লাইভ স্ট্রিমিংও হয় দুর্গা পুজোর।
কাঠামো পুজোর পর হয় খুঁটিপুজো হয়, তারপর কাঠামোয় মাটির প্রলেপ পড়ে। বেলুড় মঠের কাঠামোটি স্থায়ী। প্রতি বছর দশমীতে দেবী বিসর্জনের পর কাঠামো তুলে এনে ফের রাখা হয়। তাতেই বছর বছর মাটি লেপা হয়।
এ বছর ষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। ইতিমধ্যে শহরের বড় বড় ক্লাবে শুরু হয়ে গিয়েছে পুজোর মণ্ডপ তৈরির কাজ।