শুক্রবার থেকেই আবহ তৈরি হয়েছিল। এবার অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি 'প্রতীচী'-র সামনে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি রাজ্যের শিল্পীদের। ছবি এঁকে, গান শুনিয়া বিশ্বভারতীর (Visva Bharati) আচরণের তীব্র নিন্দা। ছিলেন শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, গৌতম ঘোষ, কবীর সুমনরা। শনিবার শান্তিনিকেতনের সন্ধে দেখল অন্য প্রতিবাদের ছবি।
শনিবার সকালে শান্তিনিকেতনে আসেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, শুভপ্রসন্ন, যোগেন চৌধুরী। শুভাপ্রসন্নের আঁকা রবীন্দ্রনাথের ছবিও মঞ্চে ছিল। দুপুরের দিকে নিজেই ছবি আঁকতে দেখা যায়। শুভাপ্রসন্ন ও যোগেন চৌধুরীর যুগলবন্দিতে একই ফ্রেমে ধরা পড়ে রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেন। এরপর দৃঢ় কণ্ঠে মঞ্চে প্রতিবাদ করেন গৌতম ঘোষ। সন্ধে ৬টা নাগাদ রবীন্দ্রগানে প্রতিবাদী সুর ধরেন কবীর সুমন।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্নাবর্ত, কবে থেকে প্রভাব রাজ্যে
বিশ্বভারতী কর্তৃপক্ষ ও অমর্ত্য সেনের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। এদিন কবীর সুমনের রবীন্দ্রসঙ্গীতে উঠে এল 'তোমার হল শুরু, আমার হল সারা, 'তুমি সন্ধ্যার মেঘমালা', 'প্রাণ চায়, চক্ষু না চায়, এই ধরনের গান।'