২০২৩ সালের ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই ভোটে বিজেপির জয় নিশ্চিত করতে বড় দায়িত্ব পেল বাংলার বিজেপি নেতৃত্ব। রাজ্যের বড় নেতারা প্রচারে যাবেন। পাশাপাশি ৪০ জন বিজেপি নেতা ত্রিপুরায় স্থায়ীভাবে থাকবেন। ৪০ কেন্দ্রের ৬০ আসনের নির্বাচন পরিচালনা করবেন তাঁরা। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ এলেই নতুন বছরের শুরুতেই আগরতলায় রওনা দেবেন নেতারা।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, বাংলার নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। দফায় দফায় প্রচারে যাবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো শীর্ষ নেতা। বাংলায় সাফল্য আনতে পেরেছেন বলেই ত্রিপুরার নির্বাচনে দায়িত্ব পাচ্ছেন তাঁরা, খবর বিজেপি সূত্রে।
আরও পড়ুন: শুক্রবার থেকে শুরু জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, পরীক্ষা হবে ৩০ এপ্রিল