নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের ভূমিকা নিয়ে দিল্লিকে রিপোর্ট পাঠাবে বিজেপির রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার (JP Nadda) সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সঙ্গেও তাঁর ফোনে কথা হয়।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার কার্যত উত্তাল হয়ে ওঠে কলকাতা। প্রায় ঘণ্টা চারেক পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলে বিজেপি কর্মীদের। কর্মসূচির শুরুতেই শুভেন্দুকে আটক করে পুলিশ। তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। আটক করা হয় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও আটক করে পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়।
বিজেপির দাবি, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস এবং জলকামান ছুড়েছে৷ বিজেপির বিরুদ্ধে পাল্টা ইট ও পাথর ছোড়ার অভিযোগ করেছে পুলিশ৷ পুলিশ এবং গেরুয়া শিবির- দু'পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মহিলা পুলিশকর্মীরা তাঁর গায়ে হাত দিয়েছেন। মহাত্মা গান্ধী রোডে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেছে বিজেপি।