দিল্লি পুলিশের ‘বাধা’র মুখে পড়লেন পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক। টুইট করে তেমনই দাবি সিআইডি-র! বাধাপ্রাপ্ত আধিকারিকদের মধ্যে রয়েছেন এক জন ইনস্পেক্টর, দু’জন এসআই এবং এক জন এএসআই।
ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত চালিয়ে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ পেয়ে দিল্লি পৌঁছয় তদন্তকারী দল।
সিআইডির তরফে দাবি করা হয়েছে, সিদ্ধার্থর বাড়িতে তল্লাশির জন্য তাঁদের কাছে সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তল্লাশি অভিযানে গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ তাঁদের বাধা দেয়।
রাজ্য পুলিশ সূত্রের খবর, সিআইডি এবং দিল্লি পুলিশের মধ্যে এই জট কাটাতে বুধবারই দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের তিন শীর্ষ কর্তা। সূত্রের খবর, দলে থাকতে পারেন এডিজি পদমর্যাদার এক আধিকারিক এবং দু’জন আইজি পদমর্যাদার আধিকারিক।