শনিবার রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য মৃত্যুশূন্য (Covid Death)। রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৫২৮ জন। রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ১৯ লক্ষ ৯৬ হাজার ৯০৬ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা (Covid Test) করিয়েছেন ৮,৬৬৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড পরীক্ষা করিয়েছেন ২ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ১৯২ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ০.৪৫ শতাংশ।
আরও পড়ুন- India Covid Update : শনিবারও উর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৮০৫, মৃত ২২
রাজ্যে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন মোট ৭ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৯৮৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৬ কোটি ১৭ লক্ষ ৫১ হাজার ৮৭২ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ২৬ লক্ষ ১ হাজার ৩২১ জন।