শ্রাবণের ২৩ তারিখ, রবি ঠাকুরের মৃত্যুদিনের ঠিক পরের দিনেই প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল ৮.২০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। শোকস্তব্ধ বাম কর্মী সমর্থকেরা। রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া।
মৃত্যু সংবাদ পেয়েই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একে একে এসে পৌঁছেছেন প্রদীপ ভট্টাচার্য, মহম্মদ সেলিম থেকে শুরু করে বিমান বসু, শ্যামল কন্যা উষশী চক্রবর্তীরা।
শোকে গলা বুজে এসেছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। সেলিম বলেন, “এতদিন উনি জীবনযুদ্ধ চালিয়ে গিয়েছেন। তাঁর নিষ্ঠা, ভূমিকা অতুলনীয়। রাজ্যের প্রশাসক হিসেবে তাঁর ভূমিকা ভোলার নয়। এক নিষ্পাপ, সৎ নেতা হিসেবে অমর হয়ে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য।”
Buddhadeb Bhattacharjee Death : প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
সৃজন জানান, গোটা রাজ্যের, তরুণ বামপন্থীদের অভিভাবক চলে গিয়েছেন। খবর পেয়ে কিছুক্ষণ নড়তে পারেননি বলে জানিয়েছেন বর্ষীয়ান সি[পিএম নেতা বিমান বসু।