সিয়রে সিত্রাং। কিন্তু রাত বাড়তেই গোটা বাংলা মেতে উঠল কালীপুজোর আনন্দে। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর ঢল নামল ভক্তদের। পঞ্জিকা মতে, সোমবার বিকেলেই লেগে গিয়েছিল অম্য়াবসা। সেই মতো অনেক জায়গাতেই পুজো শুরু হয়ে গিয়েছিল। তার আগেই অবশ্য প্রথা মেনে দন্ডী কাটা হয় নৈহাটির বড় মার পুজোতে। বৃষ্টিকে উপেক্ষা করেই ভক্তরা হাজির হন বড় মার পুজোতে।
সকাল গড়িয়ে সন্ধ্য়া নামতেই ভিড় বাড়ে তারাপীঠে। এরমধ্য়েই মা তারার সন্ধ্যারতি দেখতে নাট মন্দির চত্বরে থিকথিকে ভিড় হয়। দু বছর পর সারারাত মন্দিরে বসেই মা ভবতারিণীর পুজো দেখলেন ভক্তরা। সকাল থেকে যে ভিড় হয়েছিল, বৃষ্টির জেরে সন্ধ্য়ায় তা খানিকটা ফিকে হয় দক্ষিণেশ্বরে। রাতের দিকে বৃষ্টি কমতে ফের ভিড় বাড়ে মন্দির চত্বরে।
পীঠস্থানের পাশাপাশি বারাসতের প্রতিটি বারোয়ারি মণ্ডপে রাতের দিকে ভিড় চোখে পড়ে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কমতে শহর ও শহরতলির একাধিত জায়গা থেকে শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। উত্তর কলকাতা, সেন্ট্রাল অ্য়াভিনিউ-সহ একাধিক এলাকা থেকে শব্দবাজি ফাটানোর অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়া হাওড়া, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকাতেও রাত বাড়তেই বেড়েছে শব্দ দানবের দাপাদাপি।