দেশের স্বাধীনতার ৭৫ (75 years of Independence Day) তম বর্ষে ব্যারাকপুর গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের রাজ্যপাল লা গনেশন (La Ganeshan)। যদিও প্রথমে গান্ধীঘাটের সরকারি অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় লা গনেশনের নাম না থাকায় প্রথমে বিতর্ক তৈরি হয়, তবে অনুষ্ঠান শুরুর পর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। বরং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর পাশে বসেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে দেখা যায় রাজ্যপালকে।
এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এরপর রাজ্যপাল মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।